প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

অবশেষে মালদ্বীপে পালালেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
১৩ জুলাই ২০২২ ১১:৪৭:২৫ | আপডেট: ২ years আগে
অবশেষে মালদ্বীপে পালালেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

বিমানবন্দর ও সমুদ্র পথে দেশ ছেড়ে পালাতে চেয়ে ব্যর্থ হয়ে অবশেষে সামরিক বিমানে দেশ ছেড়েছে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। মঙ্গলবার মধ্যরাতে একটি সামরিক বিমানে তিনি মালদ্বীপের উদ্দেশ্যে দেশ ছাড়েন। খবর বিবিসি’র।

খবরে বলা হয়, স্ত্রী ও এক দেহরক্ষীসহ চার যাত্রী নিয়ে ওই সামরিক বিমানে মালদ্বীপের উদ্দেশে যাত্রা করেন ৭৩ বছর বয়সী গোতাবায়া।

এর আগে বিমানবন্দরে অভিবাসন কর্মকর্তাদের বাধার মুখে বিমানে পালিয়ে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন তিনি। পরে সমুদ্রপথে দেশ ছাড়ার চেষ্টা করেছিলেন গোতাবায়া। সেখানেও তিনি বাধার মুখে পড়েন।

দেশটিতে চলমান অর্থনৈতিক এবং এর জেরে ক্ষুব্ধ সাধারণ মানুষ প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ও প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের বিরুদ্ধে বিক্ষোভ করেন। গত শনিবার দেশটির শীর্ষ এই দুই নির্বাহীর বাসভবনের দখল নেন তারা।

বিক্ষোভকারীদের দাবির মুখে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে আজ বুধবার পদত্যাগের প্রতিশ্রুতি দিয়েছেন। একই সঙ্গে ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তরের পথ তৈরি করবেন বলে জানিয়েছেন তিনি। কিন্তু বিক্ষোভকারীরা বলছেন, পদত্যাগের আগে তারা দখলে নেওয়া বাসভবন ছাড়বেন না।