প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

অল্পের জন্য বেঁচে গেলেন ইরাকের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
০৭ নভেম্বর ২০২১ ১১:০৮:২৪ | আপডেট: ২ years আগে
অল্পের জন্য বেঁচে গেলেন ইরাকের প্রধানমন্ত্রী
ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাদিমি

ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাদিমির বাগদাদের বাসভবনে ড্রোন হামলা চালানো হয়েছে। ড্রোনটি বিস্ফোরকে ভর্তি ছিল। তবে এ ঘটনায় অল্পের জন্য বেঁচে গেছেন তিনি।

রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাদিমির বাসভবনটি রাজধানী বাগদাদের গ্রিনজোনে অবস্থিত। তবে সুরক্ষিত এলাকা হলেও বিস্ফোরক বহনকারী ড্রোন দিয়ে হামলার মাধ্যমে তাকে হত্যার চেষ্টা করা হয়।

হামলার পর তিনি অক্ষত আছেন বলে নিজেই জানিয়েছেন মোস্তফা আল-কাদিমি। সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে টুইট করেছেন তিনি।

তিনি বলেন, আমি ভালো করছি। আমি ইরাকের ভালোর জন্য সবাইকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানাচ্ছি।  

তিনি আরও বলেন, দেশদ্রোহীদের এই হামলা নিরাপত্তা বাহিনীর বীর সৈনিকদের দৃঢ়তাকে একটুও নাড়া দিতে পারবে না।  

বিবিসির প্রতিবেদনে জানা যায়, বাগদাদের ওই গ্রিনজোনে বহু সংখ্যক সরকারি দপ্তর এবং বিদেশি দূতাবাস অবস্থিত। এমন সুরক্ষিত এলাকায় ইরাকি প্রধানমন্ত্রীর বাসভবনে ড্রোন হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।

গত বছরের মে মাসে ইরাকের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন মোস্তফা আল-কাদিমি। এর আগে তিনি দেশটির গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।