প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

অশান্তির মধ্যেই মণিপুরের পুলিশ প্রধান বদলি

আন্তর্জাতিক ডেস্ক
০১ জুন ২০২৩ ২০:৪৯:১৭ | আপডেট: ১ year আগে
অশান্তির মধ্যেই মণিপুরের পুলিশ প্রধান বদলি
সন্ত্রাসীরা রাজ্যের সেরোউ ও সুগুনু এলাকায় অনেক বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে গত কয়েক সপ্তাহ ধরেই সহিংস পরিস্থিতি বিরাজ করেছে। এরমধ্যেই রাজ্যটির পুলিশের শীর্ষ পদ থেকে সরিয়ে দেয়া হল আইপিএস কর্মকর্তা পি ডউঙ্গেলকে। তার জায়গায় নতুন ডিজি হিসাবে আনা হল ত্রিপুরা ক্যাডারের আইপিএস কর্মকর্তা রাজীব সিংহকে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, রাজ্যটিতে শান্তিপ্রতিষ্ঠার লক্ষ্যে চার দিনের সফরে সেখানে গেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠক করেছেন একাধিক জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে। এরপরই রাজ্য পুলিশের ডিজিকে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরে বদলি করা হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, এই রদবদলের মাধ্যমে রাজ্যে অশান্তি সৃষ্টি করা গোষ্ঠীগুলোর উদ্দেশে কেন্দ্র এবং রাজ্য দুই প্রশাসনই কড়া বার্তা দিল বলে মনে করা হচ্ছে। রাজ্যে সহিংসতার ঘটনায় লাগাম পরাতে না পারার জন্য রাজ্য প্রশাসন তো বটেই, পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছিল। তার পরেই পুলিশের শীর্ষ মহলে এই রদবদলকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

প্রশাসনের একটি সূত্রে জানা যাচ্ছে, রাজ্য পুলিশের শীর্ষ পদে তফসিলি জনজাতিও নন, আবার মেইতেইও নন, এমন এক জনকে চাইছিল প্রশাসন। কারণ এই দুই জনগোষ্ঠীর মধ্যে বিবাদের জেরেই সহিংসতা ছড়িয়ে পড়ে মণিপুরে। তাই ‘নিরপেক্ষ’ এক জনকে পুলিশের ডিজি করে প্রশাসন ভারসাম্যের বার্তা দিতে চাইল বলে মনে করা হচ্ছে।