প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

আগস্টে আফগানিস্তান ছাড়ছে মার্কিন সেনারা

আন্তর্জাতিক ডেস্ক
০৩ জুলাই ২০২১ ১২:২৯:১৮ | আপডেট: ৩ years আগে
আগস্টে আফগানিস্তান ছাড়ছে মার্কিন সেনারা

আগস্টের শেষদিকে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র।

এর আগে শুক্রবার ২০ বছরের মিশন শেষে আফগানিস্তানের প্রধান ঘাঁটি বাগরাম ত্যাগ করে মার্কিন ও ন্যাটো বাহিনী।

বাগরাম থেকে মার্কিন সেনাদের প্রত্যাহার করে নেওয়ার এই সিদ্ধান্ত আফগানিস্তান থেকে সম্পূর্ণভাবে সেনা প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছিল। কিন্তু হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকি জানিয়েছেন, সেনা প্রত্যাহার করে নিতে আগস্টের শেষ পর্যন্ত সময় লাগবে।

এদিকে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করার জন্য ১১ সেপ্টেম্বর পর্যন্ত একটি সময়সীমা নির্ধারণ করে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

সেনা প্রত্যাহার করে নেওয়া হলেও ভবিষ্যতেও আমেরিকা সুরক্ষা ব্যবস্থা এবং মানবিক সহায়তা প্রদান অব্যাহত রাখবে জানিয়েছেন জেন সাকি।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে হামলা চালিয়েছিল আফগানিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন আল-কায়েদা। এ হামলায় প্রায় তিন হাজার মানুষ নিহত হয়। এরপর আফগানিস্তান মিশনে নামে মার্কিন বাহিনী ও তাদের জোট মিত্ররা।

এবার দীর্ঘ ২০ বছরের আফগান অধ্যায়ের সমাপ্তি করছে যুক্তরাষ্ট্র। দেশটির নিয়ন্ত্রণ নিচ্ছে আফগান সেনারা।

এর আগে আফগানিস্তান থেকে সর্বশেষ সৈন্যদল প্রত্যাহার করে নিয়েছে জার্মানি। নিরাপত্তা ব্যবস্থার অবনতি হওয়ায় ৫৭০ জনের একটি সৈন্যদল সরিয়ে নেয় দেশটি।