প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

আজও তল্লাশি চলছে বিবিসির দিল্লি-মুম্বাই অফিসে

আন্তর্জাতিক ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:৪১:১০ | আপডেট: ১ year আগে
আজও তল্লাশি চলছে বিবিসির দিল্লি-মুম্বাই অফিসে

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির মুম্বাই ও নয়া দিল্লি অফিসে বুধবার দ্বিতীয় দিনের মতো অভিযান চালাচ্ছেন ভারতের আয়কর কর্মকর্তারা। মঙ্গলবার কার্বালয় দুটিতে হানা দেন দেশটির আয়কর কর্মকর্তারা।

২০০২ সালের গুজরাট দাঙ্গায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পৃক্ততা নিয়ে বিবিসির একটি তথ্যচিত্র প্রকাশের এক মাসের মধ্যে এ অভিযান চালানো হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বিবিসি তাদের ভারতীয় কর্মীদের কাছে একটি ইমেইল পাঠিয়েছে। ওই ইমেইলে নির্দেশনা দেওয়া হয়েছে— সম্প্রচার দল ছাড়া বাকি সব কর্মী যেন বাড়ি থেকে কাজ করেন।

এ ছাড়া এতে আরও বলা হয়েছে, কর্মীরা চাইলে তাদের ব্যক্তিগত আয়ের তথ্য না-ও দিতে পারেন। তবে যদি বেতন সংক্রান্ত কোনো প্রশ্ন করা হয় সেই উত্তর যেন তারা দেন। এ ছাড়া কর্মীদের উপদেশ দেওয়া হয়েছে, তারা যেন আয়কর কর্মকর্তাদের সহযোগিতা করেন এবং তাদের করা প্রশ্নের যথাযথ উত্তর দেন।

এদিকে ভারতের আয়কর বিভাগের একটি সূত্র জানিয়েছে, মঙ্গলবার বিবিসির অফিসের ভেতর জরিপ চালিয়েছেন তারা। আজ বুধবার উচ্চপদস্থ কর্মকর্তাদের জেরা এবং অ্যাকাউন্ট বিভাগে তদন্ত করা হবে। বিবিসির বিরুদ্ধে অবৈধ কর সুবিধা, কর ফাঁকি, ডাইভার্সন অব প্রফিট এবং আইন ভঙ্গের অভিযোগে তদন্ত করছেন আয়কর কর্মকর্তারা।

সূত্রটি দাবি করেছে, বিবিসিকে আগেও কর সংক্রান্ত বিষয়ে নোটিশ দিয়েছিল আয়কর বিভাগ। তবে তাতে তারা সাড়া দেয়নি।

গতকাল অভিযান চালানোর পর রাত সাড়ে ১০টার দিকে একটি বিবৃতি দেয় বিবিসি। এতে তারা জানায়, তাদের বেশিরভাগ কর্মী অফিস ছেড়ে গেছেন। কিন্তু কয়েকজনকে ভবনে অবস্থান করে আয়কর কর্মকর্তাদের সহায়তা করতে বলা হয়েছে।