প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

আজ নতুন মন্ত্রিসভা পাচ্ছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
১৮ এপ্রিল ২০২২ ১৩:৩৩:১৩ | আপডেট: ২ years আগে
আজ নতুন মন্ত্রিসভা পাচ্ছে পাকিস্তান

পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সভাপতি শাহবাজ শরিফ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার এক সপ্তাহ পর নতুন মন্ত্রিসভা গঠিত হতে যাচ্ছে পাকিস্তানে। জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজল (জেইউআই-এফ) এ মন্ত্রিসভায় থাকা না থাকার অনিশ্চয়তার মধ্যেই সোমবার সরকার ফেডারেল মন্ত্রিসভা গঠন করছে। খবর ডনের।

রোববার প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ক্ষমতাসীন জোট দলগুলোর সাথে পরামর্শ করেছেন। একইসঙ্গে বেলুচিস্তান আওয়ামী পার্টি (বিএপি) এবং বেলুচিস্তান ন্যাশনাল পার্টির (বিএনপি) প্রতিনিধিদের সাথেও দেখা করেছেন।

অন্যদিকে, পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি, ক্ষমতাসীন জোটের “জামিনদার” হওয়ার কারণে মন্ত্রিত্ব বণ্টনের বিষয়ে জোট দলগুলোর সাথে তার প্রতিশ্রুতি পূরণ করার অঙ্গীকার করেছেন।

নবগঠিতব্য মন্ত্রিসভায় তথ্যমন্ত্রী হওয়ার সম্ভাব্য রাজনীতিবিদ মরিয়ম আওরঙ্গজেব রোববার ডনকে বলেন, ‘ফেডারেল মন্ত্রিসভার সদস্যরা সোমবার শপথ নিচ্ছেন।’