প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে চার্লসকে রাজা ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২২ ১৬:৩২:৩২ | আপডেট: ২ years আগে
আনুষ্ঠানিকভাবে চার্লসকে রাজা ঘোষণা

চার্লস ফিলিপ আর্থার জর্জকে আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের রাজা ঘোষণা করা হয়েছে।

লন্ডনের স্থানীয় সময় শনিবার সকাল ১০টায় সেন্ট জেমস প্রাসাদে অ্যাকসেশন কাউন্সিলে এই আনুষ্ঠানিকতা শুরু হয়। এ অনুষ্ঠানের সাক্ষী হতে ইতোমধ্যে জড়ো হয়েছে বহু মানুষ। প্রাসাদের বাইরের গেটের পাশে ভিড় দেখা গেছে। খবর বিবিসির।

এছাড়াও জেমস প্রাসাদের অ্যাকসেশন কাউন্সিলে উপস্থিত হয়েছেন অন্তত ২০০ জ্যেষ্ঠ মন্ত্রী। অ্যাকসেশন কাউন্সিলে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস এবং সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন, টনি ব্লেয়ার, থেরেসা মেসহ অনেকেই উপস্থিত হয়েছেন।

রাজা তৃতীয় চালর্সের আনুষ্ঠানিক শপথগ্রহণকে কেন্দ্র করেই জড়ো হয়েছেন তারা।

এক বিবৃতিতে নতুন রাজা চার্লস বলেন, ‘আমার প্রাণপ্রিয় মা, রানির মৃত্যু আমার জন্য, আমার পুরো পরিবারের জন্য গভীর বেদনার মুহূর্ত। আমি জানি, তার এই শূন্যস্থান দেশজুড়েই অনুভূত হবে, এই শূন্যতা অনুভব করবে কমনওয়েলথ আর পৃথিবীর অগণিত মানুষ।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে শেষ নিশ্বাস ত্যাগ করেন রানি দ্বিতীয় এলিজাবেথ। তার বয়স হয়েছিল ৯৬ বছর। লন্ডনের স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যার পর তার মৃত্যুর খবর নিশ্চিত করে বিবৃতি দেয় বাকিংহাম প্যালেস।

ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ৭০ বছর সিংহাসনে ছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। কয়েক মাস আগেই তার সিংহাসনে আরোহনের ৭০ বছর উদযাপন করা হয়েছিল।