প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় প্রাদেশিক গর্ভনরসহ নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
০৯ মার্চ ২০২৩ ১৬:৩১:৫৩ | আপডেট: ১ year আগে
আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় প্রাদেশিক গর্ভনরসহ নিহত ৩
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বলখ প্রদেশে একটি আত্মঘাতী বোমা বিস্ফোরণে তালেবান গভর্নরসহ তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। (খবর আল জাজিরার)

পুলিশের মুখপাত্র আসিফ ওয়াজিরি বলেছেন, বৃহস্পতিবার সকালে একটি বিস্ফোরণে বলখের গভর্নর মোহাম্মদ দাউদ মুজাম্মিলসহ দুইজন নিহত হয়েছেন।

ওয়াজিরি বলেন, প্রাদেশিক রাজধানী মাজার-ই-শরিফের গভর্নর অফিসের দ্বিতীয় তলায় বিস্ফোরণটি ঘটে।

তিনি বলেন, এটি একটি আত্মঘাতী হামলা। তবে কীভাবে সেই আত্মঘাতী বোমা হামলাকারী গভর্নরের অফিসে পৌঁছেছিল সে সম্পর্কে আমাদের কাছে তথ্য নেই।

এদিকে তাৎক্ষণিকভাবে এ হামলার দায় স্বীকার করেনি কেউ, তবে জঙ্গি গোষ্ঠী আইএস তালেবানদের লক্ষ করে প্রায়ই এ এলাকায় হামলা চালিয়ে থাকে।

ওয়াজিরি আরও জানিয়েছেন, এই এলাকায় আইএস-এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য পরিচিত মুজাম্মিলের হত্যাকাণ্ডটি রাজধানী কাবুল থেকে সফররত শীর্ষ সরকারি কর্মকর্তাদের সঙ্গে দেখা করার একদিন পরই এ ঘটনা ঘটে।