আফগানিস্তানে ফের শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে ক্ষতি ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, স্থানীয় সময় বুধবার ভোর ৫টা ১০ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে, রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬ দশমিক ৩।
হেরাত প্রদেশের রাজধানী হেরাত সিটি থেকে ২৯ কিলোমিটার দূরে ছিল ভূমিকম্পের উপকেন্দ্র।
এদিকে ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার নিচে উৎপন্ন হয়েছে।