প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

আফগানিস্তানে প্রতিরক্ষামন্ত্রীর বাড়িতে বন্দুকধারীদের হামলা, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
০৪ আগস্ট ২০২১ ০৯:৫১:৩৮ | আপডেট: ৩ years আগে
আফগানিস্তানে প্রতিরক্ষামন্ত্রীর বাড়িতে বন্দুকধারীদের হামলা, নিহত ৪

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বিসমিল্লাহ খান মোহাম্মদীর বাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এ হামলায় অন্তত চার জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১১ জন।

বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার রাতে প্রতিরক্ষা মন্ত্রীর বাড়িতে এই হামলা চালানো হয়। তবে হামলার সময় প্রতিরক্ষা মন্ত্রী বিসমিল্লাহ খান মোহাম্মদী বাড়িতে ছিলেন না। ঘটনার পরপরই তার পরিবারের সদস্যদের নিরাপদে সরিয়ে নিয়েছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী।

এদিকে আফগান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে হামলাকারীদের সবাই নিহত হয়েছে। 

দেশটির রাজধানী কাবুলের কঠোর নিরাপত্তা ঘেরা গ্রিন জোনের কাছেই প্রতিরক্ষা মন্ত্রী বিসমিল্লাহ খান মোহাম্মদীর বাড়ি। প্রথমে মোহাম্মদীর বাড়ি লক্ষ্য করে একটি গাড়ি বোমা বিস্ফোরণ করে বন্দুকধারীরা।

এরপর মন্ত্রীর বাড়িতে গুলিবর্ষণ করে হামলাকারীরা। তবে এসময় নিরাপত্তা রক্ষীদের পাল্টা হামলায় বন্দুকধারীরা নিহত হন।

এদিকে হামলার পর এক টুইট বার্তায় প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লাহ খান মোহাম্মদী বলেন, ‘চিন্তা করবেন না, সবকিছু ঠিক আছে।’