আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে সোমবার পর পর দুটো ভূমিকম্পে অন্তত ২২ জন নিহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সোসাইটির তথ্য অনুসারে উত্তর-পশ্চিমাঞ্চলীয় বাদঘিস প্রদেশে ভূমিকম্প দুটোর মাত্রা ছিল ৪.৯ এবং ৫.৩।
ভূমিকম্পে বহু বাড়িঘর ও ভবন ধসে পড়ার খবর পাওয়া যাচ্ছে।
সরকারের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ধ্বংসস্তূপের নিচ থেকে যেসব মৃতদেহ উদ্ধার করা হয়েছে তার মধ্যে চারটি শিশু রয়েছে।
কর্মকর্তারা বলছেন, ভূমিকম্পে ৭০০ এর বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
আফগানিস্তানে বাড়িঘর খুব বেশি মজবুত না হওয়ায় এবং সেগুলো যথাযথ উপায়ে নির্মান না করার কারণে দেশটিতে ভূমিকম্পে বাড়িঘরের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়ে থাকে।
যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সোসাইটি বলছে, বাদঘিস প্রদেশের রাজধানী কালা-ই-নাও থেকে ৩১ মাইল দূরে দুটো ভূমিকম্প দুটো আঘাত হেনেছে।