প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

আফ্রিকার উপকূলে নৌকা ডুবে ৬০ অভিবাসীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
১৭ আগস্ট ২০২৩ ১৩:৪৫:৩৩ | আপডেট: ১ year আগে
আফ্রিকার উপকূলে নৌকা ডুবে ৬০ অভিবাসীর মৃত্যু

আফ্রিকা মহাদেশের পশ্চিম উপকূলে অবস্থিত দ্বীপ কেপ ভার্দের সাগরের উপকূলে অভিবাসীদের একটি নৌকা ডুবি হয়েছে। এই ঘটনায় ৬০ জনেরও বেশি অভিবাসীর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনাস্থল থেকে ৩৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ডুবে যাওয়া নৌকায় থাকা অভিবাসীদের বেশিরভাগই সেনেগালের নাগরিক বলে জানা গেছে।

বৃহস্পতিবার ১৭ আগস্ট বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

উদ্ধারকৃতদের সাল দ্বীপে নিয়ে যাওয়া হচ্ছে। দুর্ঘটনাকবলিত নৌকাটি এক মাসেরও বেশি সময় ধরে সমুদ্রে ছিল এবং নৌকাটিতে থাকা প্রায় সবাই সেনেগাল থেকে এসেছে বলে ধারণা করা হচ্ছে। এই পরিস্থিতি মোকাবেলায় বিশ্বব্যাপী পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন কেপ ভার্দের কর্মকর্তারা।

গত সোমবার নৌকাটিকে প্রথম সাগরে দেখা যায়। নৌকাটিকে কেপ ভার্দের সাল দ্বীপ থেকে প্রায় ৩২০ কিলোমিটার দূরে সমুদ্রে দেখতে পায় স্পেনের একটি মাছ ধরার জাহাজ। এরপরই তারা এ বিষয়ে কর্তৃপক্ষকে সতর্ক করে।

জীবিতদের মধ্যে ১২ থেকে ১৬ বছর বয়সী চার শিশু-কিশোর রয়েছে বলে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের (আইওএম) একজন মুখপাত্র জানিয়েছেন।

অন্যদিকে সেনেগালের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ওই নৌকাটি ১০১ জন যাত্রী নিয়ে গত ১০ জুলাই দেশ ছেড়েছিল। মন্ত্রণালয় বলেছে, বেঁচে যাওয়া অভিবাসীদের প্রত্যাবাসনের জন্য কেপ ভার্দে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছে তারা।