প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

আবারও ভূমিকম্পে কাঁপলো নেপাল, কম্পন দিল্লিতেও

আন্তর্জাতিক ডেস্ক
০৬ নভেম্বর ২০২৩ ১৯:২৭:২৮ | আপডেট: ১ year আগে
আবারও ভূমিকম্পে কাঁপলো নেপাল, কম্পন দিল্লিতেও

আবারও ভূমিকম্পে কাঁপলো নেপাল। শুক্রবারের শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির রেশ কাটতে না কাটতেই সোমবার (৬ নভেম্বর) সন্ধ্যায় আরেকটি ভূমিকম্প হলো হিমালয় অঞ্চলের এ দেশে।

নতুন এ ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে প্রতিবেশী দেশ ভারতের দিল্লিতেও। তবে এবারের দুর্যোগে উভয় দেশে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা এখনো জানা যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, সোমবার সন্ধ্যার দিকে নেপালে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৬ মাত্রার। ভারতের জাতীয় ভূকম্পনবিদ্যা বিভাগ জানায়, এই ভূমিকম্পের কেন্দ্রস্থল উত্তর প্রদেশের অযোধ্যা থেকে ২৩৩ কিলোমিটার দূরে।

এর আগে গত শুক্রবার রিখটার স্কেলে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে নেপালে। তাতে এখন পর্যন্ত ১৫৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ওই ঘটনায় ধ্বংসস্তূপে পরিণত হয় নেপালের জাজারকোট ও পশ্চিম রুকুম জেলা। নেপালের রাজধানী কাঠমান্ডু ছাড়াও প্রবল ওই কম্পন অনুভূত হয় ভারতের বিভিন্ন শহরেও।