প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

আবারও ভেঙে পড়ল ভারতীয় যুদ্ধবিমান, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
০৮ মে ২০২৩ ১২:৫৭:২৩ | আপডেট: ১ year আগে
আবারও ভেঙে পড়ল ভারতীয় যুদ্ধবিমান, নিহত ৩
ছবি: সংগৃহীত

আবারও ভেঙে পড়েছে ভারতীয় বিমানবাহিনীর মিগ-২১ যুদ্ধবিমান। দেশটির রাজস্থানের এক গ্রামে সোমবার সকালে একটি বাড়িতে বিমানটি বিধ্বস্ত হয়। এতে অন্তত তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছে।

বিমানবাহিনীর কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

কর্মকর্তারা জানান, হনুমানগড় জেলার পিলিবাঙ্গার কাছে প্রযুক্তিগত ত্রুটির কারণে সুরতগড় বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিমানটি বিধ্বস্ত হয়। ডিসট্রিক্ট কালেক্টর রুক্মানি রিয়ার বলেন, বিমানের পাইলট সুস্থ আছেন।

কর্মকর্তারা আরও জানান, বিমান বিধ্বস্তের আগেই পাইলট প্যারাস্যুট ব্যবহার করে লাফ দেন। বিমান বিধ্বস্তের ঘটনায় তদন্তের নির্দেশ দেয়া হয়েছে বলে দেশটির বিমান বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে।

দেশটিতে প্রায় বিভিন্ন বাহিনীর বিমান বিধ্বস্ত খবর শোনা যায়। চলতি বছর জানুয়ারিতে একই দিনে, দুটি বিমান বিধ্বস্ত হয়েছিল, যার ফলে একজন পাইলট মারা গিয়েছিল। একটি বিমান মধ্যপ্রদেশের মোরেনায় বিধ্বস্ত হলে অন্যটি রাজস্থানের ভরতপুরে বিধ্বস্ত হয়।

এর আগে গত বৃহস্পতিবার ভারতের জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার অঞ্চলের কাছে দেশটির সেনাবাহিনীর এক হেলিকপ্টার বিধ্বস্ত হয়। অঞ্চলটির মাছনা গ্রামে গত বৃহস্পতিবার সকালে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। সেদিন হেলিকপ্টারটিতে তিনজন আরোহী ছিলেন।