ইউক্রেনের সামরিক গোয়েন্দা প্রধান বলছেন, কিয়েভসহ প্রধান শহরগুলো দখলে নিয়ে তার দেশের বৈধ সরকারকে উৎখাত করতে ব্যর্থ হবার পর রাশিয়া এখন ইউক্রেনে 'উত্তর ও দক্ষিণ কোরিয়ার মত পরিস্থিতি' সৃষ্টি করতে চাইছে।
কিরিলো বুদানভ বলেছেন, ভ্লাদিমির পুতিন তার ভাষায় "পুরো ইউক্রেনকে গিলতে পারবেন না", তাই তিনি পূর্ব ও দক্ষিণাঞ্চল এবং দেশটির বাকি অংশের মাঝখানে একটা বিভক্তি রেখা চাপিয়ে দেবার চেষ্টা করবেন।
তার মতে, রুশ অগ্রাভিযান স্থবির হয়ে পড়ার পর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অগ্রাধিকার হচ্ছে ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাংশ। তিনি যদি এই অঞ্চলটাকে সংযুক্ত করতে পারেন - তাহলে একে ইউক্রেনের বাকি অংশ থেকে আলাদা করে মস্কো-নিয়ন্ত্রিত একটি অঞ্চল সৃষ্টি করতে চেষ্টা করবেন - অনেকটা কোরিয়া যুদ্ধের পর যেমন হয়েছিল।
জেনারেল বুদানভ বলেন, এরকম কোন রাষ্ট্র স্থাপনের চেষ্টা টেকসই হবে না, কারণ স্থানীয় জনগণ একে প্রতিহত করবে। তিনি আরো বলেন, তার দেশ শিগগীরই রুশ-অধিকৃত এলাকায় গেরিলা যুদ্ধ শুরু করবে।
তিনি বলেন, রাশিয়ার আসল সমস্যা হচ্ছে পূর্বাঞ্চল ও ক্রাইমিয়ার মধ্যে একটি স্থল করিডোর প্রতিষ্ঠা ও চালু রাখা, তবে এর পথে বাধা হয়ে দাঁড়িয়েছে মারিউপোল - যাকে কোনরকমেই ভাঙা যাচ্ছে না।
সূত্র: বিবিসি বাংলা