প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ইউক্রেনজুড়ে রাশিয়ার ৩৯ বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক
১১ এপ্রিল ২০২৩ ১৯:০৫:২২ | আপডেট: ১ year আগে
ইউক্রেনজুড়ে রাশিয়ার ৩৯ বিমান হামলা
পুরনো ছবি

ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ফের অতর্কিত হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বলছে, গত ২৪ ঘণ্টায় রাশিয়ার সামরিক বাহিনী নয়টি অঞ্চলে হামলা চালিয়েছে। এসব অঞ্চলের মধ্যে লুহানস্ক ও দোনেতস্কও আছে।

মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইউক্রেন তাদের দৈনিক সামরিক হালনাগাদ তথ্যে জানিয়েছে, শত্রু বাহিনী ৩৯টি বিমান হামলা ও সাতটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এরমধ্যে চারটি এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে।

ইউক্রেনের পক্ষ থেকে আরও বলা হয়েছে, আমাদের সেনা ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে তারা এমএলআরএস থেকে ৪৭ রাউন্ড ছুড়েছে।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর আজ পর্যন্ত টানা ৪১২ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।