প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ইউক্রেনের জন্য ৪০ বিলিয়ন ডলার অনুমোদন যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক
২০ মে ২০২২ ১৪:১১:১১ | আপডেট: ২ years আগে
ইউক্রেনের জন্য ৪০ বিলিয়ন ডলার অনুমোদন যুক্তরাষ্ট্রের
রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের জন্য ৪ হাজার কোটি মার্কিন ডলারের (৪০ বিলিয়ন ডলার) প্যাকেজ অনুমোদন করেছে মার্কিন কংগ্রেস।

এই বিল বৃহস্পতিবার প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে স্বাক্ষর করা জন্য হোয়াইট হাউজে পাঠানো হয়েছে।

ব্যয়বহুল এ প্যাকেজ নিয়ে শঙ্কা প্রকাশ করে ভোটাভুটি বন্ধ রাখার জন্য একজন সিনেটরের সংক্ষিপ্ত বক্তব্যের পরে ক্যামেরুনের ২০২০ সালের জিডিপি’র সমপরিমাণ অর্থের এই প্যাকেজটি অস্বাভাবিকভাবে দ্বিদলীয় সমর্থনে সিনেট ৮৬-১১ ভোটে পাস করেছে।

জো বাইডেন বলেছেন, বিল পাশ হওয়ায় নিশ্চিত হয়েছে, যে ইউক্রেনকে সহায়তায় মার্কিন তহবিলের কোনো ঘাটতি হবে না। গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষায় ইউক্রেনের সাহসী জনগণের পাশে মার্কিন যুক্তরাষ্ট্র দাঁড়ানোয় আমি কংগ্রেসকে সাধুবাদ জানাই।

সিনেটে সংখ্যালঘু নেতা মিচ ম্যাককনেল বলেন, ‘ইউক্রেনের জন্য এই সাহায্য, দাতব্য খাতের চেয়ে বেশী এবং আমেরিকার নিরাপত্তা ও মূল কৌশলগত স্বার্থেও ভবিষ্যত এই লড়াইয়ের ফলাফলের দ্বারা নির্ধারিত হবে।’
 
অন্যদিকে ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লামিদির জেলেনস্কি মার্কিন সিনেটকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, এই অর্থ সহায়তা রাশিয়ার পরাজয় নিশ্চিত করবে।
 
জেলেনস্কির প্রধান সহকারী এন্ড্রি ইয়েরমাক বিল পাশ হওয়ার মিনিটখানের মধ্যে এক অনলাইন পোস্টে বলেছেন- আমরা কৌশলগতভাবে এবং আত্মবিশ্বাসের সঙ্গে বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছি।