ইউক্রেন সরকারের কর্মকাণ্ড পরিচালনা, বেতনভাতা ও পেনশন দেয়ার কার্যক্রমে সহায়ক হিসেবে দেশটির জন্য ৭০ কোটি ২৩ লাখ ডলারের জরুরি তহবিল বরাদ্দ দিয়েছে বিশ্বব্যাংক।
সংস্থাটি জানিয়েছে, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, সুইডেন, জাপান, ডেনমার্ক, লাটভিয়া, লিথুয়ানিয়া ও আইসল্যান্ড এই প্যাকেজে অর্থ জোগান দিচ্ছে। খবর বিবিসির।
বিশ্বব্যাংক জানায়, আগামী কয়েক মাসের মধ্যে ইউক্রেন ও প্রতিবেশী দেশগুলোর জন্য ৩০০ কোটি ডলারের একটি তহবিল ছাড় করার ব্যাপারে তারা কাজ করছে।
এদিকে, মঙ্গলবার ইউক্রেনে রুশ আগ্রাসন ১৩তম দিনে গড়াল। যুদ্ধবিরতি ঘোষণার পরও রাশিয়ার গোলাবর্ষণের কারণে অবরুদ্ধ শহর কিয়েভ, মারিওপোল, সুমি এবং খারকিভ থেকে মানুষ সরে যেতে বাধার মুখে পড়ছেন বলে জানিয়েছে ইউক্রেন।