প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ইউক্রেনের টিভি টাওয়ারে হামলায় নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক
০২ মার্চ ২০২২ ০৯:১৬:২৬ | আপডেট: ২ years আগে
ইউক্রেনের টিভি টাওয়ারে হামলায় নিহত ৫

ইউক্রেনের রাজধানী কিয়েভের প্রধান টেলিভিশন টাওয়ারে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির জরুরি সেবা কর্তৃপক্ষ। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার এ টেলিভিশন টাওয়ারে হামলার মুহূর্তগুলো প্রচার করা হয় কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্কোর টেলিগ্রাম চ্যানেলে।

তবে টাওয়ারটিতে সরাসরি আক্রমণ করা হয়েছিলো কি না তা এখনো নিশ্চিত নয় কর্তৃপক্ষ।

ইউক্রেনের যোগাযোগ কর্তৃপক্ষ জানায়, টেলিভিশন টাওয়ারটিতে হামলার পরপরই ইউক্রেনের সেন্ট্রাল টিভির সম্প্রচার বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ইউক্রেনে সামরিক অভিযানের নির্দেশ দেন। পরে বিভিন্ন শহরে হামলার খবর পাওয়া যায়। আজ বুধবার রাশিয়ার ইউক্রেন আক্রমণের সপ্তম দিন চলছে। এরই মধ্যে ইউক্রেনের কয়েকটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া।