ইউক্রেনে আক্রমণ শুরুর দ্বিতীয় দিনেই রাজধানী কিয়েভে ঢুকে পড়েছে রুশ ট্যাংক। স্থানীয়দের ধারণ করা এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এতে দেখা গেছে, কিয়েভের উত্তরের আবাসিক জেলা ওবোলনের প্রধান প্রধান সড়কে চলছে রাশিয়ার সাঁজায়ো যান। যা কিয়েভের পার্লামেন্ট থেকে মাত্র ছয় কিলোমিটার দূরে। ফলে যেকোনো সময় কিয়েভ পতন ঘটতে পারে।
শুক্রবার বিকেলে এক টুইটে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘শত্রুরা’ পৌঁছে গেছে ওবোলন এলাকায়।
বিবিসি জানিয়েছে, ইউক্রেনের প্রতিরক্ষা দপ্তর স্থানীয়দের উৎসাহ দিচ্ছে, যেন তারা মলোটভ ককটেল বানিয়ে রুশ বাহিনীকে প্রতিরোধের লড়াইয়ে যোগ দেয়। পাশাপাশি তাদের নিরাপদ জায়গায় আশ্রয় নেয়ারও পরামর্শ দেয়া হচ্ছে সরকারের তরফ থেকে।
টুইটে বলা হয়েছে, ‘শান্তিপ্রিয় বাসিন্দারা, সতর্ক থাকুন, নিজের বাড়ি ছেড়ে যাবেন না!’
রুশ আগ্রসনে দ্বিতীয় দিনেই নাজেহাল ইউক্রেনীয় বাহিনী। রুশ সেনাদের প্রতিহতে অনেকটাই ব্যর্থ তারা। শুক্রবার রাজধানী কিয়েভ পতন ঘটাতে ইউক্রেনের উত্তর, পূর্ব ও দক্ষিণের কয়েকটি প্রবেশদ্বার দিয়ে অগ্রসর হয় রাশিয়ার সেনারা। যুদ্ধ বিমান ও হেলিকপ্টার থেকে হামলা চালাতে চালাতে প্রবেশ করে। একইসঙ্গে ট্যাংক ও ভারী যান বাহন আজ সকাল থেকেই রাজধানীতে প্রবেশের খবর পাওয়া যাচ্ছে।
ইউক্রেনের একটি গোয়েন্দা সূত্র ইউক্রেনস্কা প্রাভদাকে জানিয়েছে, রাজধানী নিয়ন্ত্রণের পরিকল্পনার অংশ হিসেবে কিয়েভের প্রধান বিমানবন্দর দখল করার পাশাপাশি রুশ সেনাদের অবতরণের জন্য বিমান ট্রাফিক নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালাচ্ছে রাশিয়া। আর সেই পরিকল্পনা মোতাবেক এগুচ্ছে তারা।
কিয়েভের বিদ্যুৎ এ যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত করবে সেনারা। একইসঙ্গে সরকারি ভবন দখল করে রুশ নেতাদের এখানে প্রবেশ করাবে বলে সূত্রের বরাতে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।