ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানস্ক অঞ্চলে রাশিয়ার সামরিক বাহিনীর হামলায় ১২ জন নিহত হয়েছেন। খবর আলজাজিরার।
শুক্রবার লুহানস্কের গভর্নর সেরহি হাইদাইয়ের এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, নিহত ১২ জন সেভেরোদোনেতস্কে এবং গিরস্কের বাসিন্দা ছিলেন। বৃহস্পতিবার রাশিয়ার সামরিক বাহিনীর হামলায় তারা নিহত হয়েছেন।
এছাড়া রুশ সেনাদের হামলায় লুহানস্ক অঞ্চলের জোলোট, ভ্রুবিভকা এবং রুবিঝন এলাকায় ৬০টিরও বেশি বাড়ি-ঘর ধ্বংস হয়েছে। তবে, তোশকিভকা এলাকায় এখনও সংঘর্ষ চলছে বলে জানিয়েছেন সেরহি।
ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কর্মীরা জানিয়েছেন, সেভেরোদোনেৎস্কে রাশিয়ার সামরিক বাহিনীর সর্বশেষ হামলা ব্যর্থ হয়েছে। সেখান থেকে রুশ সেনারা পিছু হটেছে বলেও দাবি তাদের।