প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ইউক্রেনে যুদ্ধ বন্ধে পুতিনের ৪ শর্ত

০৭ মার্চ ২০২২ ২১:৫৯:৩০ | আপডেট: ২ years আগে
ইউক্রেনে যুদ্ধ বন্ধে পুতিনের ৪ শর্ত

ইউক্রেনে টানা ১২ দিনের মতো সশস্ত্র হামলা চালাচ্ছে রাশিয়া। রুশ সেনাদের অভিযানে বিপর্যস্ত হয়ে পড়েছে ইউক্রেন। ফলে উভয় দেশকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা।

এরই পরিপ্রেক্ষিতে সোমবার তৃতীয় দফায় বৈঠকে বসেছে দেশ দুটির কর্মকর্তারা। আগের দুই দফা বৈঠকে কোনো ফলাফল মেলেনি।

তবে এদিনের বৈঠকে ইউক্রেনে ‘সামরিক অভিযান’ বন্ধে চারটি শর্ত দিয়েছে রাশিয়া। খবর বিবিসি ও রয়টার্স।

সর্বশেষ বৈঠকে অভিযান বন্ধে রাশিয়ার দেয়া শর্ত চারটি হল- ন্যাটোর সদস্য হতে পারবে না ইউক্রেন, দোনেতস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে ও রাশিয়ার অঞ্চল হিসেবে গণ্য হবে ক্রিমিয়া, ভবিষ্যতে ইউক্রেনের আর কোনো অঞ্চল দাবি করবে না রাশিয়া।

এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিজে) রাশিয়ার বিরুদ্ধে গণহত্যার অভিযোগে শুনানি চলছে। জাতিসংঘের দাবি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর দেশটি থেকে প্রাণভয়ে পালিয়েছেন ১৫ লাখের বেশি মানুষ।

পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোতে যোগ দেয়াকে কেন্দ্র করে গত বছরের শেষের দিক থেকে তীব্র দ্বন্দ্ব শুরু হয় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে।

এরপর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের ডনবাস অঞ্চলে ‘সামরিক অভিযানের’ ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকে ইউক্রেনজুড়ে ভয়াবহ সংঘাত চলছে।