প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ইউক্রেনে রুশ হামলাকে অর্থহীন বললেন পোপ

আন্তর্জাতিক ডেস্ক
২৮ মার্চ ২০২২ ১০:৪১:৩৪ | আপডেট: ২ years আগে
ইউক্রেনে রুশ হামলাকে অর্থহীন বললেন পোপ
ইউক্রেনে আগ্রাসের ফলে হাতাহত শিশুদের দেখতে সম্প্রতি রোমের ভ্যাটিকান শিশু হাসপাতালে পোপ।

ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি থেকে চলা রুশ আগ্রাসনের নিন্দা করেছেন পোপ ফ্রান্সিস। রোববার তিনি বলেন, সেখানে নিষ্ঠুর ও বিবেকহীন যুদ্ধের বর্বরোচিত কর্মকাণ্ড ভবিষ্যত ধ্বংস করছে।

প্রার্থনা শেষে পোপ বলেন, ইউক্রেনে আগ্রাসনের পর থেকে, এই নিষ্ঠুর ও অর্থহীন যুদ্ধের এক মাসেরও বেশি সময় অতিক্রান্ত হয়েছে।

ইউক্রেনের দুই শিশুর মধ্যে একজন বাস্তুচ্যুত উল্লেখ করে তিনি বলেন, যুদ্ধ শুধুমাত্র বর্তমানকেই ধ্বংস করে না, বরং একটি সমাজের ভবিষ্যৎও ধ্বংস করে।

সেন্ট পিটার্স স্কোয়ারে জড়ো হওয়া তীর্থযাত্রীদের উদ্দেশে পোপ তার বাসভবন থেকে বলেন, যুদ্ধের পাশবিক কর্মকাণ্ড- বর্বরোচিত ও নিন্দনীয়!

পোপ ফ্রান্সিস একাধিক অনুষ্ঠানে সংঘাতের অবসানের আহ্বান জানিয়েছেন এবং ইউক্রেনে গণহত্যার নিন্দা করেছেন।