রাশিয়া ইউক্রেনে তার সামরিক অভিযানের লক্ষ্য অর্জন করবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
শুক্রবার মস্কোর কাছে নিজ বাসভবনে অনুষ্ঠিত এক বৈঠকে এসব কথা বলেন পুতিন। এসময় ইউক্রেনে যুদ্ধরত সৈন্যদের মায়েদের একটি দল উপস্থিত ছিলেন।
পুতিন বলেন, ‘আমাদের অবশ্যই লক্ষ্য অর্জন করতে হবে এবং আমরা শেষ পর্যন্ত সেই লক্ষ্য অর্জন করব।’
ইউক্রেনে মস্কোর কৌশলকে তথ্য মাধ্যমে ‘অবমূল্যায়ন’ হিসেবে প্রচার করাকে শত্রুদের প্রচেষ্টা হিসেবে অভিহিত করেন তিনি। একইসঙ্গে এর নিন্দাও জানান পুতিন।