প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ইউক্রেন জুড়ে রাশিয়ার ক্ষেপনাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক
০৯ মার্চ ২০২৩ ১২:১৭:৫৪ | আপডেট: ১ year আগে
ইউক্রেন জুড়ে রাশিয়ার ক্ষেপনাস্ত্র হামলা

উত্তরে খারকিভ থেকে দক্ষিণে ওডেসা এবং পশ্চিমে জাইটোমি পর্যন্ত ইউক্রেনের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। শহরগুলোর আবাসিক ভবন ও অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ইউক্রেনের কর্মকর্তারা।

বৃহস্পতিবার ৯ মার্চ বিবিসির প্রকাশিত প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এই হামলায় খারকিভ ও ওডেসায় আবাসিক ভবন ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ওডেসার গভর্নর ম্যাকসিম মার্চেনকো বলেন, বড় ধরনের একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে বন্দরনগরী ওডেসার একটি শক্তি কেন্দ্রে। যার ফলে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে ওইসব এলাকাগুলো। আবাসিক এলাকায়ও আঘাত হেনেছে রুশ বাহিনী। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

খারকিভের আঞ্চলিক প্রশাসনের প্রধান ওলেগ সিনেগুবভ বলেন, প্রায় ১৫টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে এসব শহরে। যার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু অবকাঠামো এবং একটি আবাসিক ভবনকে লক্ষ্য করা হয়। এ ছাড়া ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর ডিনিপ্রো এবং অন্যান্য অঞ্চলেও আরও হামলার খবর পাওয়া গেছে।

মার্কিন জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক এভ্রিল হেইনস গতকাল বুধবার বলেছিলেন যে, পুতিন বছরের পর বছর যুদ্ধটি টেনে নেওয়ার পরিকল্পনা করছেন। এছাড়াও তিনি বলেন, রাশিয়া সম্ভবত চলতি বছর ইউক্রেনের উল্লেখযোগ্য অঞ্চল দখল করতে পারবে না।

এক বছর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে তার সেনা অভিযান শুরু করেন। তারপর থেকে হাজার হাজার যোদ্ধা এবং বেসামরিক লোক নিহত হয়েছে। আহত হয়েছে লক্ষাধিক। এছাড়াও লক্ষ লক্ষ ইউক্রেনীয় উদ্বাস্তু হয়েছে।