প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধ অবসানের পথ খুঁজতে শি-জেলেনস্কি ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক
২৭ এপ্রিল ২০২৩ ১২:০৮:৩৪ | আপডেট: ১ year আগে
ইউক্রেন যুদ্ধ অবসানের পথ খুঁজতে শি-জেলেনস্কি ফোনালাপ

ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর এই প্রথম চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা হলো ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। যা ছিল দীর্ঘ ও অর্থপূর্ণ ফোনালাপ।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার দীর্ঘ ও অর্থপূর্ণ ফোনালাপ হয়েছে।

বুধবার আল জাজিরা ও বিবিসির পৃথক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জেলেনেস্কি টুইটারে লিখেছেন, তিনি বিশ্বাস করেন এই ফোন কলের সঙ্গে বেইজিং-এ একজন রাষ্ট্রদূত নিয়োগ, তাদের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে একটি শক্তিশালী প্রেরণা দেবে।

ফোনালাপে উভয় নেতা বেইজিং এ ইউক্রেইনের একজন রাষ্ট্রদূত নিয়োগের বিষয়ে একমত হয়েছেন বলে জানিয়েছেন জেলেনস্কি।

চীনের পক্ষ থেকেও ফোনালাপের বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে, তারা সবসময় ‘শান্তির পক্ষে দাঁড়িয়েছে’।

গত বছর ফেব্রুয়ারিতে ইউক্রেইনে আগ্রাসন শুরু করে রাশিয়া। যুদ্ধের প্রথম কয়েকমাস এ বিষয়ে চুপচাপ থাকলেও সম্প্রতি চীন ইউক্রেইন যুদ্ধ অবসানে নানা উদ্যোগ নিচ্ছে। চীন বার বার বলে আসছে, ইউক্রেইন যুদ্ধে পশ্চিমাদের মত তারা একটি পক্ষকে বেছে নেয়নি। বরং নিরপেক্ষ অবস্থানে রয়েছে।

গত মাসে চীনের প্রেসিডেন্ট শি রাশিয়ায় দুই দিনের রাষ্ট্রীয় সফর করেন। তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তার ‘প্রিয় বন্ধু’ হিসেবে উল্লেখ করেন। সেই সফরে তিনি একটি অস্পষ্ট ১২ দফা শান্তি পরিকল্পনা প্রস্তাব করেছিলেন। তবে তিনি রাশিয়াকে অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি দেননি।

এর সফরের কয়েক দিনের মধ্যে, জেলেনস্কি শি’কে আলোচনার জন্য কিয়েভ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন।