ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর লিসিচানস্কের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রয়েছে বলে দাবি করেছে রাশিয়ান ও ইউক্রেনীয় উভয় বাহিনী। খবর বিবিসি’র।
ইউক্রেন বলেছে, তাদের বাহিনী সেখানে তীব্র রুশ গোলাবর্ষণ প্রতিহত করেছে, তবে শহরটি তাদের দখলেই রয়েছে। যদিও, রাশিয়ান সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা বলছেন, তারা সফলভাবে এরইমধ্যে শহরে প্রবেশ করেছেন এবং কেন্দ্রে পৌঁছেছে গেছেন।
বিচ্ছিন্নতাবাদী বা রাশিয়ান বাহিনী রাস্তায় কুচকাওয়াজ করছে, এমন ভিডিও দেখিয়েছে রাশিয়ান মিডিয়া।
রাশিয়ান সূত্রগুলো শহরের ধ্বংসপ্রাপ্ত প্রশাসনিক কেন্দ্রে সোভিয়েত পতাকা রাখার ভিডিও টুইট করেছে, তবে তা যাচাই করা হয়নি।
শিল্প সংশ্লিষ্ট ডোনবাস অঞ্চলের অংশ লুহানস্কের শেষ ইউক্রেনীয় অধিষ্ঠিত শহর। রাশিয়া গত মাসে নিকটবর্তী শহর সেভেরোডোনেটস্ক দখল করে।
লুহানস্ক অঞ্চলের গভর্নর সেরহি হাইদা বলেছেন, রুশ বাহিনী চারদিক থেকে অবরুদ্ধ শহরটির দিকে এগিয়ে আসে এ সময় তারা কোনো বাধার মুখে পড়েনি।
মস্কোপন্থী লুহানস্ক পিপলস রিপাবলিকের রাশিয়ার রাষ্ট্রদূত রডিয়ন মিরোশনিক রাশিয়ান টেলিভিশনকে বলেছেন, লিসিচানস্ককে “নিয়ন্ত্রণে আনা হয়েছে” কিন্তু “এখনও মুক্ত করা হয়নি”।
শহরে চেচেন রাশিয়ান সৈন্যদের অবস্থান রয়েছে, সেই ছবি প্রতিরক্ষা ব্লগার রব লি শেয়ার করেছেন।