প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ইউক্রেন সীমান্তে ক্ষেপনাস্ত্র হামলায় নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক
১৬ নভেম্বর ২০২২ ১১:১৬:৪৮ | আপডেট: ১ year আগে
ইউক্রেন সীমান্তে ক্ষেপনাস্ত্র হামলায় নিহত ২

পোল্যান্ডের ইউক্রেন সীমান্তে ক্ষেপনাস্ত্র হামলার ঘটনায় অন্তত ২ জন নিহত হয়েছেন। এমন সময়ে এ খবর এল যখন ইউক্রেনে রাশিয়ার আক্রমণের ঢেউ চলছে। কিন্তু এখনো এটা স্পষ্ট নয় যে কী ঘটেছে। খবর বিবিসির।

হামলার দায় নাকচ করে দিয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে কেউ উস্কানি দিতে ইচ্ছাকৃতভাবে এ হামলার ঘটনা ঘটিয়েছে।

যুক্তরাষ্টের প্রেসিডেন্ট জো বাইডেন বলছেন; রাশিয়া থেকে ক্ষেপনাস্ত্রটি ছোড়ার সম্ভাবনা নেই। অপরদিকে পোলিশ সরকার বলছে কারা এ হামলার ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। 

এমন সময় এ হামলার ঘটনা ঘটলো যখন ইন্দোনেশিয়ার বালিতে, বিশ্ব নেতারা সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে জি-২০ শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছেন। 

মঙ্গলবার ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া তার সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। এর মধ্যে রাজধানী কিয়েভ অন্যতম। কিয়েভের কর্মকর্তারা বলছেন, এ হামলার ফলে দুইজনের মৃত্যু হয়েছে।