প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ইতিহাস গড়ে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট হলেন শি

আন্তর্জাতিক ডেস্ক
১০ মার্চ ২০২৩ ১২:০০:৫৩ | আপডেট: ১ year আগে
ইতিহাস গড়ে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট হলেন শি

ইতিহাস গড়ে তৃতীয়বারের মতো চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসে (এনপিসি) প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন শি জিনপিং।

শুক্রবার তিনি দেশটির পার্লামেন্টে শপথ নিয়েছেন। খবর বিবিসি, আল-জাজিরার।

৬৯ বছর বয়সী শি প্রেসিডেন্ট ছাড়াও দেশটির সেন্ট্রাল মিলিটারি কমিশনের প্রধান হলেন। এর আগে চীনা সংবিধান অনুযায়ী দেশটিতে দুইবারের বেশি প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় থাকতে পারতেন না। তবে ২০১৮ সালে এই নিয়মের পরিবর্তন করা হয়।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এনপিসি-এর প্রায় তিন হাজার সদস্য সর্বসম্মতিক্রমে শিকে ভোট দিয়েছেন। দুই হাজার ৯৫২ জন সদস্যের কেউ-ই শির বিরুদ্ধে ভোট দেননি।

জার্মানির সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, শির পূর্বসূরি জিয়াং জেমিন, হু জিনতাওরা দশ বছর পর ক্ষমতা ছেড়ে দেন। তবে শি সেই পথে হাঁটেননি। তিনি ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে দুইবারের বেশি যাতে তিনি প্রেসিডেন্ট থাকতে পারেন, তার ব্যবস্থা করেছেন ২০১৮ সালে নিয়মের পরিবর্তন করে।

দলের একজন সাধারণ কর্মী হিসেবে জীবন শুরু করেছিলেন শি জিনপিং। তিনিই এখন চীনের সবচেয়ে শক্তিশালী ও প্রভাবশালী মানুষ। একইসঙ্গে বিশ্বের মধ্যেও অন্যতম ক্ষমতাশালী রাজনীতিক।