প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ার জাভায় শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২২ ১৯:২০:২৬ | আপডেট: ২ years আগে
ইন্দোনেশিয়ার জাভায় শক্তিশালী ভূমিকম্প
সংগৃহীত

ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভায় শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে।

শনিবারের ভূমিকম্পে হতাহতের কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি। তবে কর্মকর্তারা জানিয়েছেন, সুনামির কোনো আশঙ্কা নেই।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পটি ৫ দশমিক ৭ মাত্রার। এটি ১১২ কিলোমিটার (৭০ মাইল) গভীরতায় পশ্চিম জাভা এবং মধ্য জাভা প্রদেশের মধ্যবর্তী শহর বানজার থেকে প্রায় ১৮ কিলোমিটার (১১ মাইল) দক্ষিণ-পূর্বে কেন্দ্রীভূত ছিল।

এর আগে গত ২১শে নভেম্বর একটি ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে পশ্চিম জাভার সিয়াঞ্জুর শহরে কমপক্ষে ৩৩১ জন নিহত এবং প্রায় ৬০০ জন আহত হন।