প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ার সুমাত্রায় ৬.৬ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক
১৪ মে ২০২১ ১৫:৩৪:৫৪ | আপডেট: ৩ years আগে
ইন্দোনেশিয়ার সুমাত্রায় ৬.৬ মাত্রার ভূমিকম্প

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের উত্তর-পশ্চিম উপকূলে শুক্রবার ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে জার্মান গবেষণা কেন্দ্র (জিএফজেড)।

জিএফজেড জানিয়েছে, ভূমিকম্পটি ১০ ​​কিমি (৬.১৯ মাইল) গভীরে আঘাত হেনেছে।

ইন্দোনেশিয়ার আবহাওয়া ও ভূ-প্রকৌশল সংস্থা, বিএমকেজি জানায়: ভূমিকম্পটি ১৯ কিলোমিটার গভীরতায় সংঘঠিত হলেও সুনামির কোনো সম্ভাবনা তৈরি হয়নি।

২০০৪ সালের ২৬ ডিসেম্বর উত্তর-পশ্চিম সুমাত্রা উপকূলে ৯.১ মাত্রার ভূমিকম্পের ফলে সুনামি সংঘটিত হয়। যা ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, ভারত, থাইল্যান্ডসহ ৯ টি দেশের ২ লাখ ৩০ হাজার মানুষের প্রাণহানির কারণ হয়।

সিসকা সাসমিতা নামের একজন টুইটার ব্যবহারকারী তার টুইট বার্তায় লিখেছেন: সুমাত্রার পশ্চিম উপকূলে পদাং শহরে শুক্রবারের এই ভূমিকম্প প্রবলভাবে অনুভূত হয়েছে।

"ভূমিকম্পটি বেশ দীর্ঘকাল ধরে অনুভূত হওয়ায় আমরা ঘরের বাইরে দৌড়ে বের হয়ে আসি,"

সুমাত্রার অদূরে নিয়াস দ্বীপের বাসিন্দা গরিস টুকান জানান: তার আশপাশে কোনও ক্ষয়ক্ষতি তিনি দেখতে পাননি।

দুর্যোগ প্রশমন সংস্থার কর্মকর্তা ফিলিফো দাইলি জানান, ভূমিকম্পটি ২০ সেকেন্ডের মত অনুভূত হয়। কর্তৃপক্ষ এর প্রভাব সম্পর্কে তথ্য সংগ্রহ করছে।