প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাতে নিহত ১৩, দগ্ধ অর্ধশত

আন্তর্জাতিক ডেস্ক
০৫ ডিসেম্বর ২০২১ ১০:০৯:৪০ | আপডেট: ২ years আগে
ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাতে নিহত ১৩, দগ্ধ অর্ধশত

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে মাউন্ট সেমেরু আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন। উদ্ধার করা হয়েছে বেশ কয়েকজনকে।

রয়টার্সের খবরে বলা হয়, রোববার দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা এজেন্সির (বিএনপিবি) ১৩ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে।

নিউ ইয়র্ক টাইমস জানায়, অগ্নুৎপাতের ফলে গোটা দ্বীপ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। মাউন্ট সেমেরুর কাছে পূর্ব জাভার লুমাজাং জেলার উপপ্রধান ইন্দাহ আম্পেরওয়াতি মাসদার শনিবার এক সংবাদ সম্মেলনে বলেন, লাভা প্রবাহে কমপক্ষে ৪১  জন দগ্ধ হয়েছেন। 

অগ্ন্যুৎপাতের পর বহু পরিবারকে সরিয়ে নেয়া হয়েছে দুর্যোগের কবলে পড়া ওই অঞ্চল থেকে। দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, অগ্ন্যুৎপাতের কারণে ছড়িয়ে পড়া ছাইয়ে ঢেকে গেছে গ্রামগুলো। সেখানকার মানুষকে ছাই ও ধ্বংসাবশেষের মধ্য দিয়ে ছোটাছুটি করতে দেখা গেছে।

আগ্নেয়গিরিটি সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার ৬৭৬ মিটার ওপরে অবস্থিত। চলতি বছরের জানুয়ারিতেও সেখানে অগ্ন্যুৎপাত হয়। মাউন্ট সেমেরু ইন্দোনেশিয়ার প্রায় ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরির মধ্যে একটি।