প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় নদী পরিচ্ছন্ন করতে গিয়ে ১১ শিক্ষার্থীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
১৬ অক্টোবর ২০২১ ১৫:৪৮:৫০ | আপডেট: ৩ years আগে
ইন্দোনেশিয়ায় নদী পরিচ্ছন্ন করতে গিয়ে ১১ শিক্ষার্থীর মৃত্যু

ইন্দোনেশিয়ার নদীতে পরিচ্ছন্নতা অভিযান চালাতে গিয়ে পানিতে ডুবে ১১ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এসময় জীবিত উদ্ধার করা হয়েছে ১০ জনকে। তাদের সবার বয়স ১৩ থেকে ১৫ বছরের মধ্যে।

দেশটির স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক টেলিভিশন নেটওয়ার্ক আল জাজিরা।

জানা গেছে, ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের ১৫০ শিক্ষার্থী সিলেউয়ুর নদীর আবর্জনা অপসারণের কাজে অংশ নেয়। এসময় ২১ শিক্ষার্থী পানিতে পড়ে যান। তাদের মধ্যে ১১ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

এছাড়া আশঙ্কাজনক অবস্থায় আরও দুইজনকে হাসপাতলে ভর্তি করা হয়েছে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষার্থীদের সবাই স্কাউট দলের সদস্য। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে উদ্ধারকারী দল। এসময় দশজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। শুক্রবার রাতে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।