প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ইমরান খানের গ্রেপ্তারের প্রতিবাদে পাকিস্তান জুড়ে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক
০৯ মে ২০২৩ ২০:৫৪:৪৪ | আপডেট: ১ year আগে
ইমরান খানের গ্রেপ্তারের প্রতিবাদে পাকিস্তান জুড়ে বিক্ষোভ
ছবি: ডন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তারের প্রতিবাদে দেশজুড়ে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থকদের ব্যপক বিক্ষোভ শুরু হয়েছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, লাহোর, করাচি, গুজরানওয়ালা, ফয়সালাবাদ, মুলতান, পেশোয়ার এবং মারদান সহ সারা দেশের শহরে বিক্ষোভ করেছে পিটিআই সমর্থকরা।

প্রতিবেদনে বলা হয়েছে, করাচি এবং রাওয়ালপিন্ডিতে, বিক্ষোভকারীরা পুলিশের সাথে সংঘর্ষ বাধে, পরে জনতাকে নিয়ন্ত্রণ করতে টিয়ারগ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ। ঘটনাস্থল থেকে ভিডিওতে দেখা গেছে, তারা "ইমরান খানকে মুক্তি দাও" এবং "পাকিস্তান বন্ধ কর" স্লোগান দিচ্ছে।

এদিকে, ইসলামাবাদ পুলিশ বলেছে, ধারা ১৪৪ ধারা বলবৎ আছে এবং লঙ্ঘনের ক্ষেত্রে ব্যবস্থা নেয়া হবে।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থকদের দ্বারা তার গ্রেপ্তার এবং ইসলামাবাদ জুড়ে বৃহৎ জমায়েত নিষিদ্ধ করার নিষেধাজ্ঞার আদেশ জারি হওয়ার পরপরই পাকিস্তান জুড়ে বিক্ষোভ শুরু হয়।

পিটিআই তার সমর্থকদের প্রতিবাদ করার আহ্বান জানিয়ে টুইটে বলে, পাকিস্তান, এখনই তোমার সময়। এটা এখন বা কখনোই সুযোগ নয়। জনগণকে এখনই তাদের দেশ রক্ষার জন্য বেরিয়ে আসতে হবে।

অপর এক টুইটে পিটিআই বলে, এটি আপনার সময় পাকিস্তানের জনগণ। ইমরান খান সবসময় আপনার পক্ষে দাঁড়িয়েছেন, এখন তার পক্ষে দাঁড়ানোর সময় এসেছে। #ইমরানখানকে মুক্তি দাও।

এরআগে মঙ্গলবার দুপুরে ইসলামাবাদ হাইকোর্ট (আইসিএইচ) প্রাঙ্গণ থেকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। তাকে আল-কাদির ট্রাস্ট মামলায় দেশটির রেঞ্জারস বাহিনী তাকে হেফাজতে নেয় বলে জানায় জিও নিউজ।

ওই মামলায় আগেই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল নিম্ন আদালত। অভিযোগ, প্রধানমন্ত্রী থাকাকালীন ইমরান এবং তার স্ত্রী মানেকার মালিকানাধীন ওই ট্রাস্ট বেআইনি ভাবে একটি বাণিজ্যিক সংস্থার থেকে প্রায় ৫৩ কোটি রুপি মূল্যের জমি নিয়েছিল বলে অভিযোগ রয়েছে।