প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ইমরান খানের বাড়িতে ফের পুলিশের হানা, গ্রেপ্তার ২০

আন্তর্জাতিক ডেস্ক
১৮ মার্চ ২০২৩ ১৫:০৯:০৫ | আপডেট: ১ year আগে
ইমরান খানের বাড়িতে ফের পুলিশের হানা, গ্রেপ্তার ২০
ছবি: সংগৃহীত

তোশাখানা মামলার শুনানিতে হাজির হতে শনিবার সকালেই লাহোরের জামান পার্কের বাসভবন থেকে ইসলামাবাদের উদ্দেশে বেরিয়ে পরেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এরপরেই তার বাসভবনে হানা দিয়েছে পাঞ্জাব পুলিশ। খবর জিও নিউজ ও ডনের।

প্রতিবেদনে বলা হয়েছে, সেখানে অন্তত ২০ জন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। টেলিভিশন ফুটেজে দেখা গেছে, পুলিশ প্রধান দরজা ভেঙে বাসভবনে প্রবেশ করে এবং ইমরান খানের দলের লোকদের গ্রেপ্তার করে।

পাঞ্জাবের নিরাপত্তা বাহিনী দাবি করেছে, অভিযানের সময় ইমরান খানের বাড়ির ভেতরে তার কর্মীরা তাদের ওপর পেট্রল বোমা ছুড়েছে।

পুলিশ আরও দাবি করেছে, তারা অভিযানের সময় ককটেল বানানোর উপাদানও উদ্ধার করেছে। এছাড়া অভিযানের সময় পুলিশও আহত হয়েছেন বলে টিভির রিপোর্টে বলা হয়েছে।

এদিকে পিটিআই জানিয়েছে, অভিযানের সময় ইমরান খানের স্ত্রী বুশরা বিবি এবং কিছু কর্মী ছিলেন। এই নিয়ে পিটিআই প্রধান ইমরান খান বলেছেন, পাঞ্জাব পুলিশ তার বাড়িতে হামলা চালিয়েছে। তিনি আরও বলেছেন, বাড়িতে সেইসময় বুশরা বেগম একাই ছিলেন।