পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মঙ্গলবার আদালত থেকে গ্রেপ্তার করা হয়। তাকে আজ আদালতে হাজির করে ১৪ দিনের রিমান্ড চাইবে বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টেবলিটি ব্যুরো (এনএবি)। খবর ডন।
এ ঘটনার পর থেকেই দেশজুড়ে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থকদের ব্যপক বিক্ষোভ শুরু হয়েছে। তবে ইসলামাবাদ পুলিশ বলেছে, ১৪৪ ধারা বলবৎ আছে এবং লঙ্ঘনের জন্য ব্যবস্থা নেওয়া হবে।
এনএবি’র একটি সূত্র সংবাদ সংস্থা ডন’কে জানিয়েছে, ‘আমরা তাকে কমপক্ষে চার থেকে পাঁচ দিনের জন্য হেফাজতে রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে। তবে জবাবদিহি করতে আজ (বুধবার) বিকালে তাকে আদালতে পেশ করা হবে। এ সময় তার ১৪ দিনের জন্য রিমান্ড চাওয়া হবে।’
পিটিআই প্রধান ইমরান খানের অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, সূত্রটি বলে ইমরান খানকে এনএবি’র রাওয়ালপিন্ডি/ইসলামাবাদ আঞ্চলিক সদর দপ্তরে ‘আরামদায়ক পরিবেশেই’ আটক করা হয়েছিল। ইমরান খানের সঙ্গে কঠোর আচরণ করা হবে না বরং তাকে সব বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের গ্রেপ্তার বৈধ বলে ঘোষণা করেছে ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি)।
তবে ইমরান খানের আইনজীবী ফয়সাল ফরিদ চৌধুরী বলেন, আদালত গ্রেপ্তার বৈধ ঘোষণা করেছে। ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের জন্য আমরা দলের নেতাদের সঙ্গে পরামর্শ করছি।
ইমরান খানকে গতকাল মঙ্গলবার বিকেলে ইসলামাবাদে হাইকোর্টের বাইরে থেকে দুর্নীতির মামলায় গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় ইমরানকে হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তার মাথায় ও পায়ে আঘাত করা হয়েছে।