প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ইমরান খান গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক
০৯ মে ২০২৩ ১৫:৫১:০৫ | আপডেট: ২ years আগে
ইমরান খান গ্রেপ্তার
ছবি: ডন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ইসলামাবাদ হাই কোর্টের সামনে থেকে দেশটির আধাসামরিক রেঞ্জার্স বাহিনী তাকে হেফাজতে নিয়েছে।

পিটিআইয়ের আইনজীবী ফয়সাল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

পাকিস্তানের জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পিটিআই প্রধানকে আল-কাদির ট্রাস্ট মামলায় দেশটির রেঞ্জারস বাহিনী তাকে কারাগারে নিয়ে গেছে। এদিন একাধিক মামলার জামিন নিতে আদালতে হাজির হয়েছিলেন ইমরান।

গ্রেপ্তারের কথা নিশ্চিত করে ইসলামাবাদ পুলিশের ইনস্পেক্টর জেনারেল (আইজিপি) বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

জিও নিউজ বলছে, পিটিআই প্রধান বায়োমেট্রিকের জন্য ইসলামাবাদ হাইকোর্টে (আইএইচসি) যান। এসময় তাকে হেফাজতে নেয়া হয়। ওই মামলায় আগেই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল নিম্ন আদালত। অভিযোগ, প্রধানমন্ত্রী থাকাকালীন ইমরান এবং তার স্ত্রী মানেকার মালিকানাধীন ওই ট্রাস্ট বেআইনি ভাবে একটি বাণিজ্যিক সংস্থার থেকে প্রায় ৫৩ কোটি রুপি মূল্যের জমি নিয়েছিল বলে অভিযোগ রয়েছে।

ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের সহ-সভাপতি ফাওয়াদ চৌধুরি বলেন, ‘জোর করে ইমরানকে তুলে নিয়ে গেছে রেঞ্জার্স। তার আইনজীবী ফয়জল চৌধুরীও হামলার শিকার হয়েছেন।’

আল-কাদির ট্রাস্টের জমি হস্তগত করার অভিযোগ সম্প্রতি ইমরানের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। সেই মামলার জামিন নিতেই মঙ্গলবার সকালে ইসলামাবাদ হাই কোর্টে গিয়েছিলেন তিনি। গ্রেপ্তারের সময় ইমরান সমর্থকেরা বাধা দিলে হাইকোর্ট চত্বরে তাদের সঙ্গে রেঞ্জার্স বাহিনীর সংঘর্ষ বাধে।