প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ইরাকে আইএসের হামলা, নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২১ ১৯:৩৪:৩৫ | আপডেট: ২ years আগে
ইরাকে আইএসের হামলা, নিহত ১৩

ইরাকের উত্তরাঞ্চলে একটি গ্রামে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সদস্যদের হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছে।

শুক্রবার মাখমুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজন গ্রামটির বাসিন্দা। বাকি ১০ জন কুর্দি সেনা।

দেশটির স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

বয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মাখমুরে আইএস যোদ্ধারা ব্যাপক সক্রিয়। প্রায়ই তাদেরকে কুর্দি বাহিনী, ইরাকি সেনা ও বেসামরিক নাগরিকদের ওপর হামলা করতে দেখা যায়।

কুর্দিস্তানের সশস্ত্র বাহিনী পেশমেরগা এক বিবৃতিতে জানিয়েছে, আইএস জঙ্গিরা গ্রামটিতে হামলা চালিয়ে সেখানকার তিন বাসিন্দাকে হত্যা করার পর পেশমেরগা যোদ্ধারা সেখানে গেলে সংঘর্ষ বেধে যায়। এতে কুর্দি বাহিনীর ১০ সেনা নিহত হয়। এ বিষয়ে আর বিস্তারিত কিছু জানায়নি তারা।

এদিকে এ হামলার দায় স্বীকার করে এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি আইএস।