প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ইরাকে করোনা হাসপাতালে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ৯২

আন্তর্জাতিক ডেস্ক
১৪ জুলাই ২০২১ ১০:১০:২৪ | আপডেট: ৩ years আগে
ইরাকে করোনা হাসপাতালে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ৯২

ইরাকের করোনা হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও শতাধিক।

মঙ্গলবার রাতে দেশটির স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে এসব তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, অক্সিজেন ট্যাঙ্কের ত্রুটিপূর্ণ তারে স্পার্ক হলে সেটি বিস্ফোরিত হয়। আর তাতে দ্রুতই হাসপাতালে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। প্রাথমিক তদন্তে এসব তথ্য জানা গেছে বলে জানিয়েছে দেশটির পুলিশ ও বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ।

এর আগে স্থানীয় সময় সোমবার দিবাগত রাতে ইরাকের দক্ষিণাঞ্চলীয় নাসিরিয়া শহরের আল-হুসেইন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে পুরো হাসপাতালে ছড়িয়ে পড়ে এই আগুন। ব্যাপক প্রচেষ্টার পর গভীর রাতে আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানানো হয়েছিলো, হাসপাতালের করোনা ওয়ার্ডে থাকা অক্সিজেন ট্যাঙ্ক বিস্ফোরণের কারণে আগুন ছড়িয়ে পড়তে পারে।

এদিকে হতাহতদের স্বজন এবং সেখানে কর্মরত বেশ কয়েকজন চিকিৎসক ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার অভিযোগ করেছেন। এদিকে এ ঘটনায় হাসপাতাল কর্মকর্তাদের দুর্নীতিকে দায়ী করেছেন দেশটির প্রেসিডেন্ট।

এ ঘটনায় অগ্নিকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট ১৩ স্থানীয় কর্মকর্তাকে ইতোমধ্যেই গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছে নাসিরিয়ার একটি আদালত। 

এর আগে চলতি বছরের এপ্রিলে ইরাকের রাজধানী বাগদাদের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ৮২ জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন আরও ১১০ জন। সেখানেও করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছিল।