প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ইসরাইলের বর্বরতায় ফের ফিলিস্তিনি কিশোর নিহত

আন্তর্জাতিক ডেস্ক
০৬ নভেম্বর ২০২১ ১৪:২২:৪৯ | আপডেট: ২ years আগে
ইসরাইলের বর্বরতায় ফের ফিলিস্তিনি কিশোর নিহত

ইহুদিবাদী ইসরাইলের সেনাদের বর্বরতার শিকার হয়েছে ফিলিস্তিনের আরও এক কিশোর। অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরের কাছে ইহুদিবাদী সেনারা তাকে গুলি করে হত্যা করে।

ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, শুক্রবার নাবলুস শহরের পূর্বে দেইর আল-হাতাব এলাকায় ফিলিস্তিনি জনগণের সঙ্গে ইহুদিবাদী সেনাদের সংঘর্ষ হয়। এ সময় ইসরাইলি সেনাদের গুলিতে ফিলিস্তিনি কিশোর নিহত হয়।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় নিহত কিশোরের নাম মোহাম্মাদ দা’দাস বলে জানিয়েছে। তার বয়স হয়েছিল ১৩ বছর। ইহুদিবাদী সেনারা তার পেটে গুলি করেছে।

নাবলুস শহরের পাশাপাশি বেইতা শহর ও বেইত দাজান গ্রামেও গতকাল সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

ফিলিস্তিনের হাসপাতাল সূত্র জানিয়েছে, সংঘর্ষে পাঁচ ফিলিস্তিনি রাবার বুলেটবিদ্ধ হয়ে আহত হয়। এছাড়া, ৫৫ বছর বয়সী এক ব্যক্তিসহ ছয়জন অতিরিক্ত টিয়ারগ্যাসে ঝাঁঝে শ্বাসকষ্টে ভুগছেন।

সংঘর্ষের সময় ইসরাইলি সেনারা দুই ফিলিস্তিনি মানবাধিকার কর্মীকে আটক করেছে। বিক্ষোভকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশের জন্য তারা সেখানে উপস্থিত ছিলেন।