প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ইসরায়েলি কারাগারে ৮৬ দিন ধরে অনশনরত ফিলিস্তিনির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
০২ মে ২০২৩ ১৮:১৯:৪৫ | আপডেট: ১ year আগে
ইসরায়েলি কারাগারে ৮৬ দিন ধরে অনশনরত ফিলিস্তিনির মৃত্যু
খাদের আদনান। ছবি: সংগৃহীত

ইসরায়েলের এক কারাগারে টানা ৮৬ দিন ধরে অনশনে অনশনে থাকা অবস্থায় মারা গেছেন ফিলিস্তিনের ইসলামিক জিহাদের কমান্ডার খাদের আদনান। 

মঙ্গলবার ইসরায়েলি কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বন্দির নীতির ক্ষেত্রে ফিলিস্তিনি প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছেন আদনান। গত ৫ ফেব্রুয়ারি ইসরায়েলি বাহিনীর হাতে গ্রেপ্তার হন আদনান (৪৫)। সেদিন থেকে তিনি অনশনে যান।

আটকের সময় তিনি মেডিক্যাল পরীক্ষা করাতেও রাজি হননি। এক বিবৃতিতে ইসরায়লের কারা পরিষেবা আদনানের মৃত্যুর খবর ঘোষণা করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, প্রায় তিনমাস অনশনের পর আদনানকে তার সেলে মৃত অবস্থায় পাওয়া গেছে। এদিকে ফিলিস্তিনের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলি দখলদার শেখ খাদের আদনানকে হত্যা করেছে।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, সন্ত্রাসী সংস্থায় যোগসাজশ আছে এমন অভিযোগে ফেব্রুয়ারি মাসে আদনানকে গ্রেপ্তার করা হয়. সিএননের প্রতিবেদনে বলা হয়েছে, অধিকৃত পশ্চিম তীরের বাসিন্দা আদনান।