প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ইসরায়েলি রাষ্ট্রদূতকে রাশিয়ার তলব

আন্তর্জাতিক ডেস্ক
১৬ জুন ২০২২ ০৯:৩০:২৮ | আপডেট: ২ years আগে
ইসরায়েলি রাষ্ট্রদূতকে রাশিয়ার তলব

ইসরায়েল গত শুক্রবার প্রথমবারের মতো দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর ফলে বিমানবন্দরটির দুটি রানওয়ে ক্ষতিগ্রস্ত হয় এবং সাময়িকভাবে সেখানে আন্তর্জাতিক ফ্লাইটগুলোর ওঠানামা বাতিল করতে হয়।

ওই হামলার ব্যাপারে তেলআবিবের ব্যাখ্যা জানার জন্য মস্কোয় নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়েছে। তবে এ সম্পর্কে বিস্তারিত আর কিছু জানা যায়নি।

এর আগে রাশিয়ার সিরিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধি আলেক্সান্ডার ল্যাভরান্তিয়েভ সিরিয়ার অভ্যন্তরে ইসরায়েলের হামলাকে ‘অগ্রহণযোগ্য’ বলে বর্ণনা করেন। তিনি সিরিয়া থেকে মার্কিন সেনাদের অবৈধ উপস্থিতিরও অবসান কামনা করেন।