প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ইসরায়েলে ধর্মীয় উৎসবে পদদলনে বহু হতাহত

আন্তর্জাতিক ডেস্ক
৩০ এপ্রিল ২০২১ ১৩:১৫:১৪ | আপডেট: ৩ years আগে
ইসরায়েলে ধর্মীয় উৎসবে পদদলনে বহু হতাহত

ইসরায়েলের উত্তরাঞ্চলে একটি ধর্মীয় উৎসবে ভীড়ের মধ্যে পদদলনে বহু মানুষের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও ৬৫ জন। 

শুক্রবার ভোরের দিকে দেশটির উত্তরাঞ্চলীয় সাফেদ শহরের মাউন্ট মেরন পর্বতের কাছে এ দুর্ঘটনা ঘটে।

ইসরায়েলি সংবাদপত্র হারেৎজ এ খবর জানিয়েছে। এতে বলা হয়, বিপুল সংখ্যক ইহুদি ধর্মাবলম্বী ইসরায়েলি নাগরিক ‘লাগ বাওমের’ নামক ধর্মীয় উৎসব উদযাপন করতে দেশটির উত্তরাঞ্চলীয় সাফেদ শহরের মাউন্ট মেরন পর্বতের কাছে একত্রিত হয়। বৃহস্পতিবার রাতেই মেরনে জড়ো হয় লাখো মানুষ। মধ্যরাতের পর ভিড় বাড়তে থাকায় নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ। হঠাৎ শুরু হয় হুড়োহুড়ি। এ সময় অনেকে পড়ে যায়। শুক্রবার ভোরে হতাহতের এই ঘটনা ঘটে।

ইসরায়েলের চিকিৎসক দলের উদ্ধৃতি দিয়ে হারেৎজ আরও জানিয়েছে, আহতদের মধ্যে ২৪ জনের অবস্থা আশঙ্কাজনক। হতাহতদের উদ্ধারে ঘটনাস্থলে ৬টি অ্যাম্বুলেন্স হেলিকপ্টার পাঠিয়েছে নেতানিয়াহু প্রশাসন। একইসঙ্গে বহু সংখ্যক চিকিৎসককেও ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

হতাহতের এ ঘটনায় শোক জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। দুর্ঘটনার পর টুইটারে দেওয়া এক বার্তায় এটিকে ‘মর্মান্তিক’ উল্লেখ করে আহতদের আরোগ্য কামনা করেছেন তিনি।