প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ইসলামাবাদে রাত ৯টায় মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক
১৯ জুন ২০২২ ২০:২৪:৪৩ | আপডেট: ২ years আগে
ইসলামাবাদে রাত ৯টায় মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকট মোকাবিলায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের সব বাজার ও শপিংমল রাত ৯টার মধ্যে বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে সরকার।

রোববার ইসলামাবাদের জেলা প্রশাসক ইরফান নওয়াজ মেমন বিষয়টি নিশ্চিত করেছেন। মাইক্রো ব্লগিং সাইট টু্ইটারে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন শেয়ার করেন তিনি।

স্থানীয় সংবাদমাধ্যম জিও টিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রশাসনের নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে ফৌজদারি দণ্ডবিধির ১৪৪ ধারা প্রয়োগ করবে সরকার।

প্রজ্ঞাপনে বলা হয়, বর্তমানে গরম আবহাওয়ার ফলে রাজধানীতে বিদ্যুতের চাহিদা বেড়েছে। তাই কমিউনিটি সেন্টারগুলো রাত ১০টার মধ্যে এবং রেস্তোরাঁ, শিল্প প্রতিষ্ঠান, ক্লাব, পার্ক ও সিনেমাহল রাত সাড়ে ১১টার মধ্যে বন্ধ করে দিতে হবে। তবে চিকিৎসা সামগ্রীর দোকান, ফার্মেসি, হাসপাতাল, পেট্রোল পাম্প, সিএনজি স্টেশন, বেকারি, দুধের দোকান, সবজি বাজার, তন্দুর (সড়কের পাশে তন্দুরি রুটি ও অন্যান্য খাবারের দোকান) এবং বাস স্ট্যান্ড এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।

এর আগে গত শনিবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হামজা শাহবাজ রাত ৯টার মধ্যে রাজ্যের সব বাজার বন্ধ করে দেওয়ার ঘোষণা দেন। সে সময় তিনি বলেন, সরকার দেশের চলমান সংকট মোকাবিলায় জ্বালানি সাশ্রয়ের উদ্যোগ নিতে যাচ্ছে। এর অংশ হিসেবে রাত ৯টার মধ্যে রাজ্যের সব বাজার বন্ধ করে দিতে হবে। পরদিন শুক্রবার একই ঘোষণা দেয় সিন্ধু রাজ্যের সরকারও। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের এই উদ্যোগ আগামী ১৬ জুলাই পর্যন্ত কার্যকর থাকবে।