উইঘুর ইস্যুতে চীনের ওপর চাপ বাড়াতে নতুন একটি পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র। সেখান থেকে পণ্য আমদানির ওপর একটি নিষেধাজ্ঞা বিল পাস করেছে যুক্তরাষ্ট্রের কংগ্রেস। দেশটি ওই অঞ্চল থেকে আগে থেকেই পণ্য আমদানি করতো।
বিলে বলা হয়, কোম্পানিগুলোকে প্রমাণ দেখাতে হবে যে চীনের জিনজিয়াং অঞ্চল থেকে আমদানি করা পণ্যগুলো জোরপূর্বক শ্রম দিয়ে তৈরি করা হয়নি। অর্থাৎ পণ্য উৎপাদনে চীন সেখানকার শ্রমিকদের ওপর কোনো বাধ্যবাধকতা আরোপ করেনি এরকম প্রমাণ দেখাতে হবে।
শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
চীন উইঘুর মুসলিমদের ওপর গণহত্যা চালিয়েছে এমন অভিযোগ বারবারই করে আসছে যুক্তরাষ্ট্র। তবে ওয়াশিংটনের এমন অভিযোগ অস্বীকার করছে বেইজিং।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পাস হওয়া বিলটির সমালোচনা করেছে ওই অঞ্চলে ব্যবসা করা কোম্পানিগুলো। তাদের মধ্যে কোকাকোলা, নাইকি ও অ্যাপলসহ বড় বড় প্রতিষ্ঠান রয়েছে। বৃহস্পতিবার সিনেটে একজন বাদে কংগ্রেসের প্রত্যেক সদস্য বিলটির পক্ষে ভোট দেন।
উইঘুর ফোর্সড লেবার প্রিভেনশন অ্যাক্ট নামে পরিচিত বিলটিতে স্বাক্ষরের জন্য রাষ্ট্রপতি জো বাইডেনের কাছে পাঠানো হবে। বাইডেনের স্বাক্ষরের পর এটি আইনে পরিণত হবে।
বিলটি কংগ্রেসের উচ্চ কক্ষে পাশ হওয়ার পর ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিও বলেন, এ আইন নিয়ে কোনো উদ্বেগ নেই কারণ এরই মধ্যে অনেক কোম্পানি তাদের সরবরাহ প্রক্রিয়া পরিবর্তন এনেছে।
এর আগে বৃহস্পতিবার সকালের দিকে মার্কিন বাণিজ্য বিভাগ ৩০টিরও বেশি চীনা প্রযুক্তি সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করে। চীনা সামরিক বাহিনীর সমর্থনে কাজ করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।