কঙ্গো সীমান্তের কাছে উগান্ডার পশ্চিমাঞ্চলের এক স্কুলে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও আটজন। শনিবার দেশটির পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, জঙ্গিগোষ্ঠী আইএসের (ইসলামিক স্টেট) সঙ্গে সম্পৃক্ত একটি বিদ্রোহী গোষ্ঠী এ হামলা চালিয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে অবস্থিত উগান্ডার একটি গ্রুপ অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ) এমপন্ডওয়ের লুবিরিরা মাধ্যমিক বিদ্যালয়ে শুক্রবার রাতে হামলা চালায়। তারা গভীর রাতে ছাত্রাবাস পুড়িয়ে দেয় এবং খাবার লুট করে।
উগান্ডা পুলিশ বাহিনীর মুখপাত্র ফ্রেড এনানগা সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে বলেন, একটি ছাত্রাবাস পুড়ে গেছে এবং খাদ্যের গুদাম চুরি হয়েছে। এখন পর্যন্ত ২৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে স্কুল থেকে। সেইসব লাশ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত আটজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি। তবে নিহতের মধ্যে কতজন শিক্ষার্থী আছে- সেই সম্পর্কে দেশটির কর্তৃপক্ষ এখন পর্যন্ত কিছু বলেনি।