প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

উত্তর কোরিয়ার প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী সন হুই

আন্তর্জাতিক ডেস্ক
১১ জুন ২০২২ ১৪:৫৪:০১ | আপডেট: ২ years আগে
উত্তর কোরিয়ার প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী সন হুই

প্রথমবারের মতো নারী অভিজ্ঞ কূটনৈতিক শো সন হুইকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে উত্তর কোরিয়া।

শনিবার স্থানীয় গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়।

বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ার শহর পিয়ংইয়ং এগিয়ে যাচ্ছে এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র আলোচনায় ডাকলেও সাড়া দিচ্ছে না কিম প্রশাসন।

উত্তর কোরিয়ার স্থানীয় গণমাধ্যম কেসিএনএ’র এক প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের নেতৃত্বে ক্ষমতাসীন দলের বৈঠকে তাকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাছাই করা হয়েছিল।

এর আগে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন সাবেক সামরিক কর্মকর্তা রি সন জিওন। তিনি দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনার নেতৃত্ব দিয়েছিলেন। শো সন হুইকে এখন সেই পদে স্থলাভিষিক্ত করা হলো।

এর আগে শো সন হুই উত্তরের উপ-পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন।