প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায়

শিশুরা বিদেশী ছবি দেখলে জেল হবে বাবা-মায়েরও

আন্তর্জাতিক ডেস্ক
০১ মার্চ ২০২৩ ২১:৩২:৪৩ | আপডেট: ১ year আগে
শিশুরা বিদেশী ছবি দেখলে জেল হবে বাবা-মায়েরও
ছবি: সংগৃহীত

পশ্চিমা সংস্কৃতি থেকে নাগরিকদের দূরে রাখতে বরাবরই তৎপর উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এবার সেই তৎপরতায় আরও কঠোর হল উত্তর কোরিয়ার প্রশাসন।

মঙ্গলবার কিমের প্রশাসন পক্ষ থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে, দেশটি কোনও অপাপ্ত বয়স্ক ছেলে-মেয়েদের বিদেশী বা দক্ষিণ কোরিয়ার সিনেমা বা টিভির অনুষ্ঠান দেখতে দেখা গেলে তাদের বাবা-মায়েদের ছয় মাস শ্রম শিবিরে রাখা হবে। আর যেসব শিশু এসব দেখবে তাদের ৫ বছরের কারাদণ্ড দেয়া হবে।

উত্তর কোরিয়াতে যেকোনও প্রকার বিদেশী সিনেমা বা টিভি প্রোগ্রাম দেখার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। আগে এইসব সিনেমা দেখার সময় কোনও কিশোর-কিশোরী ধরা পড়লে তাদের মা-বাবাদের সতর্ক করে ছেড়ে দেয়া হত। এবার কঠোর সাজার সম্মুখীন হতে হবে।

কিম প্রশাসনের নতুন নির্দেশিকা সম্বন্ধে দেশটির স্থানীয় সমবায় সংগঠনগুলোকে নির্দেশ দেয়া হয়েছে। তারা নিজেদের এলাকার সকল বাবা-মায়েদের বিদেশী সিনেমা ও টিভি প্রোগ্রাম দেখার ক্ষেত্রে সতর্ক করবে। সাধারণত এই সংগঠনগুলো অভিভাবকদের বিভিন্ন সমাজ নীতি সম্বন্ধে সতর্ক করে থাকে।

উল্লেখ্য, গত বছর অক্টোবরে সীমান্তবর্তী শহর হায়সানে দক্ষিণ কোরিয়ার সিনেমা শেয়ার করতে গিয়ে ধরা পড়ে দুই কিশোর। তাদের গুলি করে হত্যা করা হয়। এই পরিস্থিতিতে নতুন এই বিধিনিষেধ উত্তর কোরিয়ার নাগরিকদের জন্য বিপদ আরও বাড়তে পারে।

সূত্র: এনডিটিভি