প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

উত্তাল সুদান, নিহত বেড়ে ৪১৩

আন্তর্জাতিক ডেস্ক
২৪ এপ্রিল ২০২৩ ১৫:১৪:৩৮ | আপডেট: ২ years আগে
উত্তাল সুদান, নিহত বেড়ে ৪১৩

ক্ষমতা ভাগাভাগির দ্বন্দ্ব নিয়ে উত্তাল সুদান। দেশটিতে দুই বাহিনীর মধ্যে সংঘর্ষ এখনও অব্যাহত। এতে বেড়েই চলেছে হতাহতের সংখ্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, এখন পর্যন্ত দেশটিতে ৪১৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে তিন হাজার ৫৫১ জন। খবর এনডিটিভির।

জাতিসংঘের শিশু সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, দেশটিতে চলমান সংঘাতে সবচেয়ে শিশুরা ক্ষতির সম্মুখীন। এখন পর্যন্ত নয়জন শিশু নিহত হয়েছে, গুরুতর আহত হয়েছে ৫০ জনের বেশি।

ডব্লিউএইচও-এর মুখপাত্র মারগারেট হ্যারিস জাতিসংঘে এক সংবাদ সম্মেলনে ৪১৩ জন নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, গত ১৫ এপ্রিল থেকে স্বাস্থ্য স্থাপনায় ১১ টি হামলা হয়েছে।

তিনি বলেছেন, সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মোটে এখন পর্যন্ত ২০টি স্বাস্থ্য স্থাপনায় পরিষেবা বন্ধ হয়েছে এবং আরও ১২টি বন্ধের ঝুঁকিতে আছে।
বহু দেশের বাসিন্দারাই সুদান ছেড়ে পালাচ্ছেন

ক্ষমতার লড়াই নিয়ে সুদানের সেনাবাহিনী ও দেশটির আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে সাম্প্রতিক সময়ে উত্তেজনা চলছিল। এরপর গত ১৫ এপ্রিল থেকে হুট করেই দুই বাহিনীর মধ্যেই লড়াই শুরু হয়। এরপর তা রাজধানী খার্তুম থেকে শুরু করে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। ঈদের কারণে সাময়িকভাবে লড়াই বন্ধের সিদ্ধান্ত হলেও সংঘর্ষ অব্যাহত রয়েছে বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।

এদিকে সংঘর্ষে উত্তাল সুদান ছেড়েই বহু সুদানিরা ইতোমধ্যে পালানো শুরু করেছে। এছাড়া বিভিন্ন দেশের কূটনৈতিকরা এরই মধ্যে দেশটি ছেড়েছেন।