প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

উ. কোরিয়ার করোনা পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: ডব্লিউএইচও

আন্তর্জাতিক ডেস্ক
০২ জুন ২০২২ ১৩:১৪:২৬ | আপডেট: ২ years আগে
উ. কোরিয়ার করোনা পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: ডব্লিউএইচও
সংগৃহীত

দীর্ঘদিন করোনামুক্ত থাকলেও বর্তমানে উত্তর কোরিয়ার করোনা পরিস্থিতি ভালো নয়। এমনটায় দাবি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বুধবার এক ভিডিও ব্রিফিংয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি বিভাগের প্রধান মাইকেল রায়ান বলেন, ‘আমরা মনে করি উত্তর কোরিয়ার করোনা পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, ভালো নয়’।

তিনি জানান, রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রকাশিত পরিসংখ্যানের বাইরে করোনা সংক্রান্ত আরও তথ্য জানার বিশেষ কোনো সুবিধায় প্রবেশাধিকার ডব্লিউএইচও’র নেই।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

সম্প্রতি করোনা সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার বিষয়টি স্বীকার করেছে দেশটি।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্রায় দুই সপ্তাহ আগে দেশটিতে করোনা সংক্রমণের ঢেউ বর্তমানে হ্রাস পেয়েছে।

তবে স্পষ্ট কোনো প্রমাণ সামনে না এনেই পিয়ংইয়ংয়ের দাবি, করোনা মোকাবিলায় তারা উন্নতি করছে।

অবশ্য সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকে ঠিক কতজন লোক করোনা পজিটিভ হয়েছেন তা কখনোই সরাসরি জানায়নি পিয়ংইয়ং।